October 5, 2024, 9:57 am
মীর রিসান/
ঈদ আমেজ নেই কুষ্টিয়ার কামারশালায়।ঈদুল আযহা কামার মৌসুম হিসেবেই খ্যাত। তবে মহামারীর মধ্যে ঈদুল আযহা আসায় হতাশায় নিমজ্জিত কামাররা। কোরবানি পশুর মাংস কাটার ডাশা চাপাতি ছুরির আশানুরূপ বিক্রি হচ্ছে না। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলাধীন বি-আই-ডি-সি বাজার এর এক যুগ এর অধিক পুরানো ব্যবসায়ী মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সাঁতগাছি গ্রামের মোঃ সুজন ইসলাম জানান, জীবনের সবচেয়ে হতাশাগ্রস্থ সময় পার করছি। কোনো বিক্রি নেই বললেই চলে। পরিবার পরিজন সঙ্গে করে সংসার চালানো দায় হয়ে পড়েছে। একই সঙ্গে স্যার শহীদ লেন এর আলফা টোব্যাকোর সামনের সুনীল কর্মকার জানান, করোনা মহামারি শুরু থেকে কাজের চাপ অর্ধেকও নেই। মহামারীতে কর্মহীন হয়ে পড়লে সাংসারিক দুশ্চিন্তা এবং কর্মহীন হয়ে পড়বার দূর্শ্চিন্তাই করোনার মাঝামাঝি সময়ে ব্রেইন স্ট্রোক করি। পরবর্তীতে সুস্থ হয়ে ম্যাটেরিয়াল তৈরির আদী যন্ত্র হাইতেন পরিবর্তন করে ব্লোয়ার লাগিয়ে আধুনিকায়ন করলেও পরিবর্তন ঘটেনি ভাগ্যের।
Leave a Reply