February 13, 2025, 10:32 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.এএসএম ফাতেহ্ আকরাম।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ৩৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১৩০ জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে সদর পজেলার ৫০ জন, আলমডাঙ্গা উপজেলার ৩২ জন, দামুড়হুদা উপজেলার ২০ জন ও জীবননগর উপজেলার ২৮ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ১২২ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.এএসএম ফাতেহ্ আকরাম জানান, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১৩৪ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৪৫৭ জন। এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply