December 13, 2024, 3:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিআরবি গ্রপের পক্ষ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রুগীদের টিকিৎসা সেবায় ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ১০ পিস হাই ফ্লো নজাল ক্যানুলা, ৬৬ পিস অক্সিমিটার ও ১০০ পিস অক্সিজেন ফ্লু মিটার প্রদান করা হয়েছে।
আজ (সোমবার) কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে বেলা ৪ টার দিকে বিআরবি ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি একটি দল কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের কাছে এসব করোনা চিকিৎসা সামগ্রী প্রদান করেন।
জেলা প্রশাসক এসব সামগ্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকারের হাতে সেগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম, বিআরবি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (সাধারণ) দীপেন কুমার দাস ,জিএম (এডমিন) সামসুজ্জামান, জিএম (অপারেশন) আসাদুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক সাঈদুল ইসলাম এই ক্রান্তিলগ্নে মানবতার সেবায় বিআরবি ইন্ডাস্ট্রিজ’র এই সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি সমাজের বিত্তবানদের সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply