October 15, 2024, 9:25 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারীসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ১ টার দিকে জীবননগর সীমান্তের আটপিকা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৯ জনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশী নাগরিক।
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা হোন্দাঘাটা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে সোলেমান খান (৪২), একই উপজেলার পশ্চিমখাদা গ্রামের বাহাদুর খানের ছেলে সবুর খান (২৩), পূর্ব খুন্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে মসালমা বেগম (৩০), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আমিনী গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমন হোসেন (১৯), একই জেলার বাঘারপাড়া উপজেলার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুর জেলার সালতা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের সামাদ শেখের মেয়ে রোমা শেখ (২৪), একই গ্রামের পান্নু শেখ এর মেয়ে অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার পালং উপজেলার চরযাদবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে সোহাগী খাতুন (৩০)।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।
Leave a Reply