November 12, 2024, 6:50 pm
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় ৩০ নমুনায় ১৮ করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
শনিবার (২৬ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান রুগীর নমুনার তুলনায় ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। এটা খোকসাবাসীর জন্য খারাপ খবর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, গত ৪ দিনে খোকসায় ৪৫ জনের করোন সনাক্ত হয়েছে। গত ২১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ৪ জন মৃত্যু বরণ করেছে। গত ২১ জুন ২ জন ও ২৩, ২৫ জুন ১ জন করে মোট ৪ জন মৃত্যু বরণ করে। গত ৪ দিনের ২৩ জুনে ১৩ জন, ২৪ জুন ১১ জন, ২৫ জুন ৩ জন ও ২৬ জুন ১৮ জন সনাক্ত হয়েছে।
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসক ঘোষিত লকডাউন এর ষষ্ঠ দিনে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি এ্যাকশন দিনব্যাপী লক্ষ্য করা গেছে।
সাধারণ জনগণের স্বাস্থ্য বিধি মানাতে পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এর পক্ষ থেকে সার্বক্ষণিক মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করলেও অধিকাংশ মানুষের মধ্যে কোন ভাবেই স্বাস্থ্যবিধি মানার প্রবনতা নেই।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, যদি জনসাধারণ যদি স্বাস্থ্য বিধি মেনে ঘরে অবস্থান করে, অবশ্যই করোনা মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তবে উপজেলা জুড়ে মৃত্যুর হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Leave a Reply