October 15, 2024, 8:57 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আট জেলাকে দ্রুততম সময়ে লকডাউনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে এই জেলাগুলোতে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্তের হার ৩০ শতাংশের বেশি৷
বিশেষজ্ঞরা নতুন করে নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। ইতোমধ্যে চাপাইনবাবগঞ্জকে লকডাউনের আওতায় এনেছে স্থানীয় প্রশাসন৷
গবেষকরা মনে করছেন, এই জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। চাপাইনবাবগঞ্জে সাত জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে তারা কেউ সম্প্রতি ভারতে ভ্রমণ করেননি৷
স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল বলেন, সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আমরা সুপারিশ করেছি, মন্ত্রীপরিষদ বিভাগকে যেন এই জেলাগুলোতে কঠোর লকডাউন ঘোষণা করে।
Leave a Reply