October 12, 2024, 10:03 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে অংকুর সাহা (৩৫) গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী খোকসা বাজারে পাওনা টাকার তাগাদার জন্য কুষ্টিয়া থেকে আসার পথে খোকসা মোড়াগাছা নামক স্থানে নিজ মটর সাইকেল (কুষ্টিয়া -হ- ১৩- ০০৮৪) ও রাজবাড়ী থেকে আসা ডিষ্টিক ট্রাক ( নাম্বার অজ্ঞাত) এর সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়। এতে ব্যাবসায়ী অংকুরের ডান পা ও মাথায় গুরুতর আহত হয়।
মোড়াগাছা বাজারের ব্যাবসায়ী ও পথচারীরা আহত ব্যাবসায়ী অংকুর সাহা কে উদ্ধার করে খোকসা উপজেলা হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাসনিম আলম সাহেব ও মেডিকেল সহকারি জাহিদুল ইসলাম ঘণ্টাব্যাপী অপারেশন শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খোকসা থানার এসআই আলতাফ হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।
Leave a Reply