February 12, 2025, 7:31 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবাকে আরো প্রসারিত ও সেবার মানকে উন্নত করতে কুষ্টিয়া নাগরিক কমিটি জেলা স্বাস্থ্য বিভাগকে প্রশিক্ষিত জনবল প্রদান করেছে। আজ (বুধবার, ৫ এপ্রিল) কোভিড-১৯ রোগীদের সেবায় প্রশিক্ষিত দুজন প্যারামেডিক্যাল (চিকিৎসাকার্যের পরিপূরক ও সহায়ক) কর্মী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সরবরাহ করা হয়।
এই দুজন কর্মীর সমুদয় বেতন-ভাতাদি বহন করবে কুষ্টিয়া নাগরিক কমিটি।
নাগরিক কমিটির সভাপতি কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সার্জন প্রফেসর ডা: এসএম মুস্তাসজিদ ও সাধারণ সম্পাদক ইসলামী বিশ^ুিবদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে নাগরিক কমিটির নির্বাহী পর্ষদের গঠিত করোনা সেলের আহবায়ক ও নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সনো হাসপতালের নিবার্হী পরিচালক সামসুল ওয়াসে, নাগরিক কমিটি ও করোনা সেলের সদস্য কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মালেক মাসুদ, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, বর্ষা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা সন্টু, লেখক, গবেষক সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: আসাদুজ্জ¥মান মুন্সী ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার এ জনবল বুঝে নেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা: এসএম মুস্তাসজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ওয়াসে, ডা: আসাদুজ্জামান মুন্সী ও ডা: তাপস কুমার সরকার।
উল্লেখ্য কুষ্টিয়ার সাবির্ক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে গত ১৮ এপ্রিল (রবিবার) জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাগরিক কমিটির নেতৃবৃন্দ চলমান মহামারী করোনাভাইরাসের আক্রমণের মধ্যে কুষ্টিয়ার সাবিক স্বাস্থ্য কার্যক্রম কিভাবে পরিচালিত হ”েছ, এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত খোঁজ-খবর করেন। উপজেলা স্বা¯’্য কেন্দ্রগুলোর সার্বিক চিত্র, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক ও কর্মী ব্যবস্থাপনা উঠে আসে আলোচনার মধ্যে।
এ সভায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: আক্তারুজ্জামান মিন্টু ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা: মুসা কবির।
সভায় জেলার স্বাস্থ্য কর্মকর্তাগণ এসময় বেশকিছু সমস্যা তুলে ধরেন। চলমান পরিস্থিতিতে যেগুলো মেটাতে পারলে জেলার স্বাস্থ্য ব্যবস্পনায় ব্যাপক উন্নয়ন আসবে বলে মনে করা হয়। এসবের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগী সেবায় প্রশিক্ষিত জনবলের অভাবটি সবথেকে বেশী উঠে আসে।
এসময় নাগরিক কমিটির পক্ষ থেকে জেলার স্বাস্থ্য সেবায় নাগরিক কমিটি অংশ নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং কয়েকটি বিষয়ে সহায়তা বিনিময়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এরই ধারাকাহিকতায় নাগরিক কমিটির পক্ষ থেকে দুজন প্রশিক্ষিত জনবল প্রদান করা হয়।
Leave a Reply