January 23, 2025, 6:04 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। দীর্ঘ ৮ মাস শূন্য থাকার পর এ পদে নিয়োগ প্রদান করা হলো।
বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশােধিত আইন ২০১০ এর আইন ১২ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বর্তমানে কেন্দ্র অনুমোদিত ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সদস্য। তিনি ইসলামী বিশ্বাবদ্যালয়ের বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন। তিনিই এই বিশ্বাবদ্যালয়েরপ্রথম শিক্ষার্থী একই বিশ্বাবদ্যালয়ে এ ধরনের উচ্চ পদে আসীন হলেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রফেসর ভুঁইয়া বলেন, এখানেই শিক্ষার্থী ছিলাম। এখানেই শিক্ষক হয়ে দীর্ঘদিন শিক্ষার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। এবার ‘মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আমাকে বড় দায়িত্ব প্রদান করেছেন। আশা করি সর্বোত্তম সেবা দিয়ে বিশ^বিদ্যালয়টিকে আরো উৎকর্ষের দিকে নিয়ে যেতে পারব।
তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান বৃহস্পতিবার ঐ পদে তিনি যোগদান করবেন।
প্রফেসর ডঃ মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ১৯৬৯ সালের ১ জুলাই গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের দ্বিতীয় ব্যাচের কৃতি ছাত্র ছিলেন।
তিনি ১৯৯১ সালে অত্র বিশ্ববিদ্যালয় থাকে বিএ অনার্স এবং১৯৯২ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।
তিনি ৯ নভেম্বর ১৯৯৬ তারিখ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১২ আগস্ট ২০০৯ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি অর্থনীতি বিভাগের বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২৬ .৭ .২০১১-২৮. ৮ .২০১২ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply