October 9, 2024, 7:21 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভোক্তা-অধিকারের বিশেষ সেবা সপ্তাহ চলছে। ৩০ এপ্রিল-০৬ মে ২০২১ সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া বাজার তদারকি ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট সকলকে কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ভোক্তা বাতায়ন হট-লাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
৪ মে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কুমারখালী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এসময় সকল ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা ও অনুরোধ জানানো হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়াও কুমারখালী উপজেলার মনোহরপুর, নন্দলালপুর, আলাউদ্দিন নগর ও দবিরমোল্লা গেট এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা পুলিশ কুষ্টিয়া, উপজেলা প্রশাসন কুমারখালী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং জেলা চেম্বার অব্ কমার্স এর সহায়তায় এসব কার্যক্রম পরিচালিত হয়েছে।
Leave a Reply