November 7, 2024, 10:21 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার বেলা সাড়ে ১০টায় শহরের মজমপুর গেট এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। পরে মহাসড়কের ওপরই সমাবশে শ্রমিকরা অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্য বিধি মেনে বাস চালুর অনুমতি চান। তারা খাদ্য সহায়তা প্রদান ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের দাবিও তুলে ধরেন।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকার প্রভাবে না খেয়ে দিন কাটছে অনেক শ্রমিকের। জেলা প্রশাসনও খাদ্য সহায়তা দেয়নি তেমন একটা। তিনি বলেন, সামান্য পরিমাণ খাবার দিয়ে আমাদের দু দিনও চলবে না। বরং বাস খুলে দিলে আবারও গাড়ি চালিয়ে খেয়ে বাঁচতে পারবো।
Leave a Reply