October 10, 2024, 6:42 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের দল ১৫ এপ্রিল দুপুর দেড়টায় শহরের আমলাপাড়া স্পোটিং ক্লাবের সামনে মাদক ব্যবসায়ী গোপাল চন্দ্র সরকার ওরফে গোপেন ওরফে গোপেল (৬০) কে গ্রেফতার করেছে। গোপেল আমলাপাড়ার মৃত-তারাপদ সরকারের ছেলে।
উক্ত অভিযানে দেশি মদ- ৭৫০মিঃলিঃ,বিয়ার-৩ পিচ, যার আনুমানিক মুল্য অনুমান ৩৯০০/-(তিনহাজার নয়শত) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply