October 9, 2024, 10:55 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩দিন পর আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল সকালে কুমারখালী উপজেলা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি যাওয়ার পর বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। দুপুর ১২টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়।
নিহত আবুহার মল্লিক (৭০) পেশায় একজন ভিক্ষুক। তিনি কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের ঘাসখাল গ্রামের বাসিন্দা।
সদকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সঙ্গে গোলমালে বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবুহার মল্লিক থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। তিনি সেখানে উল্লেখ করেন, নিজের কেনা জামিতে ঘর তুলে দীর্ঘদিন বসবাস করছিলেন। ১২ এপ্রিল দুপুর ১টায় স্থানীয় সোহেল প্রামাণিক ও কামাল প্রামাণিক এসে জমি দখলে নিতে যায়। আবু আনহারকে মারধর করে।
নিহতের নাতী ছেলে শিপন মল্লিক বলেন, দাদা আবুহার মল্লিক ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করছিলেন। এসময় দরবেশপুর গ্রামের সোহেল প্রামাণিক, কামাল সহ কয়েকজন এসে তাদের জমি দাবি করে আবুহার মল্লিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে পেটের উপর বসে কিল, ঘুষি, লাথি মারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, নিহত আবুহার মল্লিক একজন ভিক্ষুক, জেলা প্রশাসক ও ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় তাকে পুনর্বাসন করা হয়েছিল।
Leave a Reply