September 11, 2024, 2:17 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
লকডাউনের ২য় দিনেও কুষ্টিয়ায় কঠোর অবস্থানে পুলিশ ও প্রশাসন।
মহাসড়ক এবং শহরের রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী ও জরুরী পরিসেবার যানবাহনই বেশি। মোটরসাইকেলসহ ব্যক্তিগত কিছু যানবাহন রাস্তায় বের হলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়ে। অনেক মোটরসাইকেল আটকও করা হয়।
শহরের প্রধান প্রধান সড়কের প্রবেশ মূখে পুলিশের ব্যাপক উপস্তিতি দেখা যায়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুর রহমান ও পুলিশ সুপার মোঃ খাইরুল আলম মাঠে উপস্থিত থেকে লকডাউন বাস্তবায়ন কাজ তদারকি করেছেন।
বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনি বিতান বন্ধ রয়েছে। তবে, কিছু কিছু দোকানের সামনে বিক্রেতারা দাড়িয়ে আছেন। ক্রেতা আসলে সুযোগ পেলেই দ্রুত খুলে বিক্রি করছেন। আর পৌর কাচা বাজারে সকাল থেকে ব্যাপক ভিড় ছিল। এখানে স্বাস্থ্যবিধি না মেনে বেচা-কেনা করতে দেখা গেছে দেখা গেছে।
Leave a Reply