September 8, 2024, 1:49 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
একটি ইউনিটের অধীনে আলাদাভাব্ েঅনুষ্ঠিত হবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার যেহেতু পাবলিক বিশ^বিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিকে ভর্তি নেয়া হচ্ছে এবং এ ধরনের অনুষদ অন্য কোন বিশ^বিদ্যালয়ে নেই তাই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশ^বিদ্যালয় কতৃপক্ষ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আওতায় আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে। বিভাগ তিনটির প্রতিটিতে ৮০টি করে মোট ২৪০টি আসন রয়েছে। এই ধরনের বিভাগ অন্য কোন পাবলিক বিশ^বিদ্যালয়ে নেই।
বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান জানিয়েছে ‘ডি’ ইউনিটের অধীনে পৃথকভাবে অনুষ্ঠিত হবে এই অনুষদের ভর্তি পরীক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মঙ্গলবার (৬ এপ্রিল) তিনি নিশ্চিত করছেন।
তিনি বলেন, ‘ধর্মতত্ত্ব অনুষদ বাদে বাকি সব অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমরা শুধুমাত্র এ অনুষদের পরীক্ষা আগের পদ্ধতি অনুসারেই পৃথকভাবে নিতে চাচ্ছি। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ ব্যতীত অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় পৃথকভাবে এ অনুষদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আগের পদ্ধতি অনুসারেই এ পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে। এছাড়া পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ।
ভার্চুয়াল সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply