October 10, 2024, 12:39 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-ঝিনাইদহ প্রস্তাবিত ফোর লেন মহাসড়কের পাশে ড্রেনের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দ্রুত নির্মাণ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন তারা।
৭ এপ্রিল দুপুর ১২টায় কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়া এলাকায় মহাসড়কের পাশে শতাধিক নারী-পুরুষ দাঁড়িয়ে তাদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় এক মামলাবাজের খপ্পরে পড়ে সড়ক বিভাগ অধিগ্রহণ করা জমির ওপর ড্রেনের নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে। এতে ড্রেনের জন্য করা গভীর গর্ত পেরিয়ে তাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। অবিলম্বে এই ভোগান্তির নিরসনের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply