দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
স্বল্প আয়ের মানুষের মাঝে ১০ টাকা কেজিতে বিক্রির লক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়ার খোকসায় ১২৭ মেট্টিক টন চাউল উপজেলার ৯ টি ইউনিয়নে ৪ হাজার ২৩৫ জন ব্যক্তির মাঝে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে উপজেলার খাদ্য গুদাম থেকে প্রতিটা ইউনিয়নের বরাদ্দকৃত কার্ডধারীদের চাহিদা পূরণে এসকল সাল ডিলারের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কার্ডের মাধ্যমে প্রতি ব্যক্তি ৩০ কেজি করে চাউল ১০ টাকা কেজিতে সংগ্রহ করতে পারবে।
এদিকে মহামারী করোনাভাইরাস এর লকডাউন ও আসন্ন পবিত্র মাহে রমজান এর সামনে রেখে নিম্নআয়ের মানুষের মাঝে ১০ টাকা কেজি চাউল এর কার্ডের মাধ্যমে দিবে জেনে ব্যাপক সাড়া জেগেছে।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী জানিয়েছেন এবারে ৪ হাজার ২৩৫ জন বাছাইকৃত কার্ডধারিকে খাদ্য বান্ধব চাল ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এর উপস্থিতিতে নির্ধারিত ডিলার পয়েন্টে কার্ডধারীদের মাঝে এই চাউল ১০ টাকা কেজিতে বিক্রয় করা হবে।
Leave a Reply