October 9, 2024, 7:20 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তীব্র করোনার ঝুঁকির দিকে এগিয়ে চলেছে কুষ্টিয়া। ২৪ ঘন্টায় একলাফে দ্বিগুণ হয়েছে জেলায় আক্রান্তের সংখ্যা। এদিকে চুয়াডাঙায় ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে করেনায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই তীব্রতা আরো বাড়ার আশঙ্কা করছেন। ওদিকে পাশর্^বর্তী ঝিনাইদহ ও মেহেরপুর জেলাতেও ৪৮ ঘন্টায় বেড়েছে করোনার তীব্রতা।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২ এপ্রিল মোট ২৮১টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৭২টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩টি, ঝিনাইদহ জেলার ২২টি, মেহেরপুর জেলার ১৬টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৮টি) স্যাম্পলের টেষ্ট করা হয়।
এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৫টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১৪টি, মেহেরপুর জেলার ০৫টি এবং বিদেশ গমনেচ্ছু ১১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ আসে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বৃদ্ধিকে স্বাভাবিক বলে মনে করছেন না। বিশেষ করে কুষ্টিয়ার অবস্থা বিশেস ভাল নয় বলে তারা জানান।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এসএম মোস্তানজিদ বলেন বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। তিনি বলেন বেশী সংখ্যক মানুষকে পরীক্ষার আওতায় আনলে এই আক্রান্তের সংখ্যা আরো বেশী হবে। এর মানে হলো আক্রান্ত মানুষের সংখ্যা প্রচুর। আমাদের চারপাশেই অসংখ্য আক্রান্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন এখন চরমভাবে সচেতন থাকার দারকার। সামাজিক দুরত্ব সহ সকল রকম আনুষ্ঠানিক ভীঁড় এড়িয়ে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
একই আহবান জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাউদুর ইসলাম।
তিনি বলেন সচেতনতা ছাড়া এই সংক্রমণ থেকে বেঁচে থাকার বিকল্প একেবারেই নেই। তিনি কুষ্টিয়ার মানুষকে করোনা-বিধি মেনে চলার আহবান জানান।
Leave a Reply