October 5, 2024, 9:52 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া নাগরিক কমিটির কার্যকরী পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয় সংস্থা দিশা টাওয়ারে নাগরিক কমিটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট সার্জন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বিএমএ কুষ্টিয়ার সভাপতি ও বিএমডিসির কাউন্সিলর প্রফেসর ডাঃ এসএম মুসতানজিদ।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম তোহার পরিচালনায় সভায় বেশকিছু বিষয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহীত হয়। সভায় সদস্যদের আলোচনার প্রেক্ষিতে মুজিব বর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পরিবারগুলোকে সম্বর্ধনাসহ এসকল পরিবারগুলোকে নিয়ে আরো কিছু কর্ম-পরিকল্পনা নেয়া হয়। মানবিক মূল্যবোধ ও এর অবক্ষয় রোধে কুষ্টিয়ার তরুণ ও কিশোরদের নিয়ে সেমিনার করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, কুষ্টিয়া নগর জীবন, শহরের সৌন্দর্যবর্ধণে নাগরিকদের ভুমিকা নিয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহনা করা হয়।
সভায় উপস্থিত সশরীরে ও ভার্চয়ালী উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আনসার আলী খান, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, কুষ্টিয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান, দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, ঢাকা আরমা গ্রæপের চেয়ারম্যার মোঃ আব্দুর রাজ্জাক, দেশ এগ্রো’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন, আমিন ফার্মেসীর স্বত্বাধিকারী শাহ্ নিয়াজ আনসারী মঞ্জু, কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক আসমা আখতার বানু, বর্ষা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা সন্টু, বিশিষ্ট লেখক, গবেষক সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান এবং কুষ্টিয়া সানআপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী শামসুন্নাহার আলো।
Leave a Reply