October 12, 2024, 8:46 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় নিজের জমি থেকে মাটি কেটে নিয়ে যেতে নিষেধ করায় প্রতিবেশীদের কোদালের আঘাতে গুরুতর আহত হয়েছে ভন্জন কুমার সরকার(৩৫) নামের এক কৃষক।
খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট ইসলামপুর গ্রামের ভন্জন কুমার সরকারে কেনা জমি থেকে ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে মাটি কাটছিলো এলাকারই সনজিত সরকার ও তার ছেলে। ভন্জন এসে বাধা দেয়ায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সনজিত সরকার ও শৌমেন সরকার হাতে থাকা মাটি কাটা কোদাল দিয়েই কোপ দেয়। এতে ভন্জন গুরুতর জখম হন। পাশের লোকজন তাকে উদ্ধার করে খোকসা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে আহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।
Leave a Reply