হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভালুকা গ্রামের আমেরিকা প্রবাসী প্রকৌশলী শহিদুল আলমের বাড়িতে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন লসএঞ্জেলস (বাফলা) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন জাফর, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
Leave a Reply