September 11, 2024, 3:49 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক কিষানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার ক্যানালপাড়ার গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
১৪ মার্চ সকালে বাড়ীর পাশের মাঠে তামাক ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, মরদেহের মুখম-লে আঘাতের চিহ্ন আছে। তাকে শক্ত কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী শফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে সে মাঠে ঘাস কাটতে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজখুজি করে তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় জনগণ ওই মাঠে একটি তামাক ক্ষেতে তার মরদেহ দেখে পেয়ে খবর দেয়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
Leave a Reply