October 10, 2024, 2:07 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আবার বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায় করোনার আক্রমণ। ১২ মার্চ একদিনেই আক্রান্ত হয়েছে নতুন ১১ জন রোগী। এর মধ্যে কুষ্টিয়া সদরে ৮জন, বাকী তিনজন খোকসার। এদিকে, গত সাত দিনে নতুন করে ১৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে কুষ্টিয়া জেলা প্রশাসকের ফেসবুক পেইজে। সেখানে অবশ্য ৮ এবং ৬ মার্চ-এর কোন তথ্য নেই।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ মার্চ মোট ১৫৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৪৮টি, চুয়াডাঙ্গা জেলার ০৫টি, মেহেরপুর জেলার ০১টি, ঝিনাইদহ জেলার ০১টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৪ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১১টি ফলাফল আসে।
অন্যদিকে, ঝিনাইদহ জেলার ০১ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৯১৬জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮০৪জন। এ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন মোট ৮৯ জন।
কুষ্টিয়ায় ১২ মার্চ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৫,২৭০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করছেন কুষ্টিয়াতে জনসাধারণের মধ্যে করোনা সচেতনতার বরাবারই অভাব পরিলক্ষিত হয়ে আসছে। করোনার নতুন ঢেও এলে এটা যে বাড়বে সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান করোনা নির্মূল হয়ে গেছে এমন তথ্য তো সরকার কাউকে দেয়নি। বরং করোনা তেকে বাঁচতে প্রতিনিয়তই নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে।
Leave a Reply