October 15, 2024, 9:30 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙা/
মেহেররপু ও চুয়াডাঙা জেলায় জমি নিয়ে সংর্ঘষ ও ছুরিকাহত হয়ে আহত হয়েছে ১০ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হয়েছেন আপন দুই ভাই।
আজ শুক্রবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ায় ওই ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দিননাথপুর গ্রামের নিমতলাপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (৩২) ও আব্দুল করিম (২৩)।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীননাথপুর গ্রামের আবুল কালাম ও তার ভাই আব্দুল খালেকের ছেলেদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম ও তার ছেলে শাহ আলম মিলে জসিম উদ্দিনকে প্রথমে ছুরিকাঘাত করে। জসিমের ছোট ভাই আব্দুল করিম ঠেকাতে আসলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে আহত দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোহানা আহামেদ জানান, জসিম ও করিমের অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
এদিকে, একটি বিরোধপূর্ণ জমির গম কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে। এতে উভয়পক্ষের নারীসহ ৮ জন আহত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সালেহা খাতুন, মিনারুল ইসলাম, জিনারুল ইসলাম, সেন্টু হোসেন, সিরাজুল ইসলাম। অপর পক্ষের আহতরা হলেন- একই উপজেলার সানঘাট গ্রামের শাবান আলী, আসাদুল ইসলাম ও জিয়াউল ইসলাম।
আহতদের মধ্যে শাবান আলী ও আসাদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জমির শরীক নাহিদ হোসেন জানান ৯ একর ১৩ শতক শরীকানা জমি নিয়ে ইকলাস মন্ডল ও ইসলাম আলীর সঙ্গে প্রায় ৪৭ বছর মামলা চলে আসছিলো। ৪৭ বছর মামলা চলার পর মুনসেফ কোর্ট, জজ কোর্ট, ও হাইকোর্টের তিনটি রায় ইকলাস মন্ডলের পক্ষে যায়। পরপর তিনটি রায় পক্ষে পাওয়ায় পর জমি দখলে নেন ইকলাস মন্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন ও তাদের শরীকরা। চলতি মৌসুমে ওই জমিতে তারা গম রোপণ করেন।
আজ (শুত্রবার) সকালে তোফাজ্জেল হোসেনের লোকজন গম কেটে বাড়ি আসার সময়, ধানখোলা গ্রামের কামরুজ্জামান, সানঘাট গ্রামের শাবান আলী ও আসাদুল ইসলামের নেতৃত্বে অর্ধশত লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রায় আট জন আহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply