October 10, 2024, 2:21 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা ২০টি মামলার তদন্ত আড়াই মাসের মধ্যে শেষ করে চার্জশিট দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (০৪ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। ইকবাল হোসেন ভূইয়া নামে এক আসামির জামিন শুনানির সময় আদালত এ আদেশ দেন।
মামলা দায়েরের সাড়ে ৫ বছর পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দাখিল করেনি দুদক।
Leave a Reply