October 9, 2024, 11:06 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামী আব্দুস সালামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে সন্ধ্যায় নিয়ে আসা হয় জীবননগর থানায়। গ্রেফতারকৃত আব্দুস সালাম জীবননগর উপজেলার সিংনগর গ্রামের ছফর সরকারের ছেলে। আব্দুস সালাম গত সোমবার সকালে পারিবারিক কলহের কারণে তার স্ত্রী তানজিরা খাতুনকে আঁখক্ষেতের ভিতর ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লা বাড়ি বাসস্ট্যান্ডের পাশে কোমরপাড়া মাঠের একটি আঁখক্ষেতের মধ্য থেকে ক্ষত-বিক্ষত এবং বিবস্ত্র অবস্থায় গৃহবধূ তানজিরা খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে বেরিয়ে আসে পারিবারিক কলহের কারণে স্বামী আব্দুস সালাম তার স্ত্রী তানজিরাকে হত্যা করে এলাকা ছেড়ে পালিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গ্রেফতারকৃত আব্দুস সালাম পুলিশের কাজে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লা বাড়ি বাসস্ট্যান্ডের পাশে কোমরপাড়া মাঠের একটি আঁখক্ষেতের ভিতর থেকে ক্ষত-বিক্ষত ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূ তানজিরা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply