October 5, 2024, 8:48 am
আব্দুল আলিম, ভেড়ামারা/
আইনে নিষেধ থাকা সত্বেও ভেড়ামারায় ফসলী উর্বর জমির মাটি কেটে দেদারসে উত্তোলন করে কৃষি বিনষ্ট ও বিস্তৃত বনভূমি ইটভাটার খাদ্যে পরিণত করার প্রতিবাদে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির ডাকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে পৌর এলাকার যানজটনরোধের দাবিও জানানো হয়। এতে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মনোয়ার হোসেন মারুফএর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সোলায়মান চিশতী। তিনি অবিলম্বে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের প্রতি আইন প্রয়োগের আহ্বান জানান। নবনির্বাচিত মেয়র এর দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে শহরের যানজট নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহনের আহ্বান জানান। আগামী সাত দিনের মধ্যে উত্থাপিত আলোচ্য গণদাবির বাস্তবায়ন না ঘটলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে কমিটি।
Leave a Reply