September 11, 2024, 2:24 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রথমে ভীতি থাকলেও তৃতীয় দিনে এসে করোনার টিকায় আগ্রহ বেড়েছে। দ্বিতীয় দিনের তুলনায় টিকা নিয়েছে সাড়ে তিনগুণেরও বেশি মানুষ। কুষ্টিয়ার সিভিল সার্জন বলেছেন, সরকারি প্রচারণা এবং টিকা নেয়ার পর তেমন কারো পাশর্^প্রতিক্রিয়া না থাকায় মানুষের আস্থা বেড়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় তিনদিনে ১হাজার ৩শ ৯১ জন করোনার টিকা দিয়েছেন। প্রথম দিন ৭ ফেব্রুয়ারি জেলায় টিকা নেন ১৫০ জন। ৮ ফেব্রুয়ারি ২৭০ জন আর ৯ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন ৯শ ৭১জন। গত তিনদিনে কুষ্টিয়া সদরেই টিকা নিয়েছেন, ৬৫, ৭০ ও ৫১০ জন।
সিভিল সার্জন বলেন, গত ৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ নিজে টিকা নিয়ে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এরপর বিশেষজ্ঞ চিকিৎসক এবং গণ্যমান্য ব্যক্তিরা টিকা নিয়েছেন। তাছাড়াও টিকা নেওয়ায় তেমন কোন পাশ^প্রতিক্রিয়া দেখা যায়নি। আর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাইকিংসহ নানান প্রচারণা করা হচ্ছে। এসব কারণে মানুষের আস্থা বেড়েছে। আগামীতে আরো বেশি মানুষ টিকা নিতে আসবেন বলেন আশা প্রকাশ করেন তিনি।
সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়া জেলায় টিকা নিয়ে এ পর্যন্ত ৫জন সামান্য অসুস্থ হয়েছেন। এরমধ্যে দৌলতপুরের ৪জন। তাদের শরীরে র্যাশ বের হওয়াসহ সামান্য অসুবিধা দেখা দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। মঙ্গলবার মিরপুরে অসুস্থ হয়ে পড়েন এক বিজিবি সদস্য। সিভিল সার্জন বলেন, বিজিবির ওই সদস্য ভয়ে অসুস্থ হন। চিকিৎসকরা তাকে সাহস দিলে সুস্থ হয়ে ওঠেন। পরে বিজিবির পক্ষ থেকে তাকে মিরপুর বিজিবি সেক্টরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে কুষ্টিয়ায় করোনা আক্রান্তের হারও কমে এসেছে। গত ৭দিনে আক্রান্ত হয়েছে ৮জন।
Leave a Reply