দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রীতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে পাংশা ক্রিকেট একাডেমিতে ৬১ রানে পরাজিত করল কুমারখালী ক্রিকেট একাডেমি। পাংশা কলেজ মাঠে শুক্রবার এ খেলা হয়। ম্যাচের স্কোরঃ- কুমারখালী ক্রিকেট একাডেমি ১৯২/৮ (৩০), পাংশা ক্রিকেট একাডেমি ১৩১/১০(২৫)। কুমারখালি একাডেমির রনি -৮১ রান করেন, মনির ৫ উইকেট নেন।
Leave a Reply