December 14, 2024, 10:34 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের, জগন্নাথপুর -চকরাজাপুর কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরীর আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চকরাজাপুর ধানক্ষেত মাঠে শুক্রবার বিকালে ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরীর সভাপতি এপ্রেন্টিস এ্যাডভোকেট, দৈনিক কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম রানা। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন চকরাজাপুর রহমানিয়া মসজিদের সম্মানিত ইমাম মাহমুদ ও স্বেচ্ছাসেবক যুবক নাঈম। খেলায় যে দুটি দল অংশগ্রহন করে তারা হচ্ছেন ভাংচুর দল ও ব্লাক টাইগার দল। ভাংচুর দলের ক্যাপ্টেন শুভ, অন্য খেলোয়াড়রা হচ্ছে রাতুল,মুস্তাক,জিসান ও সিয়াম। ব্লাক টাইগার দলের ক্যাপ্টেন জুবাই, অন্যরা-আতিকুল, জিসান (২) জিহাদ, ও সোহান। খেলায় আম্পায়ার এর দায়িত্ব পালন করেন চকরাজাপুর রহমানিয়া মসজিদের ইমাম মাহমুদ ও স্বেচ্ছাসেবক যুবক নাঈম। ফটোগ্রাফার এর দায়িত্ব পালন করেন হৃদয় আহম্মেদ।
খেলায় শুভর দল জয়ীও শুভ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। করোনা মহামারিতে স্কুল বন্ধ সময়ে শিক্ষার্থীদের লেখাপড়াসহ খেলাধুলার প্রতি মনোযোগ ধরে রাখতে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
Leave a Reply