October 10, 2024, 8:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে দেশের কিছু অংশ আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত দুদিন তাপমাত্রা প্রায় একই ছিল। বুধবার রাতের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এরপর আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রার আবারও পরিবর্তন ঘটবে।’
আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে—৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুদিনের মধ্যে সবচেয়ে কম। এছাড়া, মঙ্গলবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৪, ময়মনসিংহে ১৩ দশমিক ২, চট্টগ্রামে ১৫, সিলেটে ১৩ দশমিক ৩, রাজশাহীতে ১১ দশমিক ২, রংপুরে ১১ দশমিক ৫, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশে তাপমাত্রা ৮ থেকে ১৫ ডিগ্রির মধ্যে অবস্থান করছে।
Leave a Reply