September 11, 2024, 2:03 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে পুনরায় আনোয়ার আলী মেয়র নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের আড়ুয়াপাড়াস্থ মেয়রের বাস ভবনে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এসময় বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু, সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক ড.আমানুর আমান, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ পৌরসভার বারবার নির্বাচিত পৌর মেয়র, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর সাফল্য কামনা করেন এবং সরকারের চলমান উন্নয়নকে অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply