November 12, 2024, 5:55 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ৪টি পৌরসভাতে চলছে শান্তিপূর্ণ ভোট। ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোট একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।
সকালে শহরের কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ । আড়ুয়াপাড়া ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী আনোয়ার আলী।
জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আবু আনসার জানান, জেলার ৪টি পৌরসভায় ৯০টি কেন্দ্রে সর্বমোট ২,০২,৪৮৭ জন ভোটার। এর মধ্যে ১টি পৌরসভায় ইভিএম ও ৩টিতে ব্যালটে নেয়া হচ্ছে ভোট। কুমারখালী পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ চলছে। আর বাকি তিনটি পৌরসভা অর্থাৎ কুষ্টিয়া, ভেড়ামারা ও মিরপুর পৌরসভায় ব্যালটে নেয়া হচ্ছে ভোট। জেলার চারটি পৌরসভায় বিভিন্ন দলের মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
Leave a Reply