September 11, 2024, 1:40 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সংঘর্ষের পর ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুধু কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট হবে। পরবর্তীতে তফসিল ঘোষণা করে কাউন্সিলর পদে ভোট নেয়া হবে।
বুধবার রাতে শৈলকুপা পৌরসভা এলাকার কবিরপুরে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত আলী ও আলমগীর খান বাবুর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। আত্মগোপনে যাওয়ার পথে কুমার নদ থেকে আলমগীর খানের মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply