October 10, 2024, 1:46 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ক্ষতি সাধনের ঘটনার প্রায় ১২ ঘন্টা পর এ ঘটনায় সফলতা দাবি করেছে কুষ্টিয়া পুলিশ। কুষ্টিয়া পুলিশের একটি সুত্র জানায় এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তবে আরেকটি সুত্র বলছে ঘটনায় প্রকৃত গ্রেফতার ১ জন। এ বিষয়ে জেলার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত একটি ব্রিফ করতে পারেন বলে সুত্রটি জানায়।
এদিকে এ ঘটনায় উত্তেজনা এখন কুষ্টিয়া ছাড়িয়ে দেশ-বিদেশ। বিশে^র বিভিন্ন প্রান্তে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত রয়েছে। নিন্দা চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কুষ্টিয়াতেও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে ; নানা কর্মসূচী ঘোষণা করেছে তারা।
শনিবার ভোর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে আঘাত হানে দুস্কৃতিরা। ভাস্কর্যটির ডান হাত কুনুই পর্যন্ত ভেঙে ফেলে। হাতুড়ি দিয়ে মুখবিকৃত করে দেয়।
শনিবার দুপুরে পুলিশ সুপার জানান ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।’
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান গত ১২ অক্টোবর শহরের পাঁচ রাস্তার মোড়ে একই স্তম্ভের উপর বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়। তিনটি ভাস্কর্য হবে সাইড বাই সাইড। পুরো স্তম্ভটি হবে পাঁচটি রাস্তার সংযোগস্থলে।
ভাস্কর্যের নিচে চারদিক জুড়ে থাকবে জাতীয় চার নেতার পোর্টেট। কুষ্টিয়া পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত হবে এটি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। ১২ অক্টোবর থেকে কাজ শুরু হয়েছে।
ওদিকে সন্ধ্যায় ঠিক যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে সেখানেই দুই রাউন্ড ফাঁকা গুলির ঘটনা ঘটে। সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় একটি কালো রঙের নাম্বার প্লেট বিহীন মাইক্রো পৌরসভার সামনে দিয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সেখানে প্রথমে একটি রিক্্রার সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনার পর উত্তেজিত একজন কালো জ্যাকেট পড়া যুবক মাইক্রো থেকে বেড়িয়ে এসে পিস্তল উঁচিয়ে দু’রাউন্ড গুলি ছোঁড়ে। সেখানে ঠিক ২০ গজের মধ্যেই পুলিশ মোতায়েন করা ছিল।
পুলিশ প্রথমটায় চুপচাপ ছিল। পরে পুলিশের এসআই রাজু আহমেদ সেখানে যেতে যেতেই গুলি ছোঁড়া যুবকটি মাইক্রোতে উঠে পড়ে এবং মাইক্রোটি দ্রæত ঘুরিয়ে মজমপুরের দিকে বেড়িয়ে যায়।
Leave a Reply