October 12, 2024, 9:23 am
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই ২য় ধাপে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা, নির্বাচন সব মিলিয়ে অনেকটা পরিবর্তন এনেছে দেশটির উন্নতির গতিতে। অর্থনীতিবিদদের একাংশের ধারণা করছেন যে করোনায় এখন পর্যন্ত দেশটির যা ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বেশ কয়েক বছর লাগতে পারে। একদিকে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ, অন্যদিকে অর্থনীতি যাতে আরো তলানিতে না ঠেকে যায়, এই দ্বিমুখী চাপ সামলাতে এখন নাজেহাল আমেরিকার প্রশাসন।
অর্থনীতিবিদদের আশঙ্কা, এর প্রভাব পড়বে সমাজের সর্বত্র। বিশ্বের অন্যতম বড় অ্যাকাউন্টিং ফার্ম গ্রান্ট থর্টনের অর্থনীতিবিদ ডায়ানা সোঙ্ক বলছেন, ‘আমেরিকার অর্থনীতির ভবিষ্যৎ এখন নির্ধারণ করবে কোভিড-১৯। বর্তমানে আবার যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে চিন্তা বাড়ছে। করোনার এই দ্বিতীয় তরঙ্গ দেশের অর্থনীতিতে খুব খারাপ প্রভাব ফেলবে।’
ওয়ার্ল্ডো মিটারস এর দেয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৬ হাজার ৯২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭৯ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৫২ জন, যা বিশ্বব্যাপী কোনো দেশে সবচেয়ে বেশি। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৮৩২ জনের। আর মোট সুস্থ ৬৯ লাখ ৩৪ হাজার ৬১৩, যা মোট আক্রান্তের অর্ধেক।
সংস্থাটির দেয়া তথ্যমতে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। করোনার আবহে লকডাউনের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। মন্দার ধাক্কায় জুন মাসে শুরু হওয়া চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে (জুন-আগস্ট) ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে সে দেশের অর্থনীতি। ভারতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১ লাখ ৩০ হাজার ১০৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৮২ লাখ ৪৭ হাজার ৯৫০ জন।
Leave a Reply