October 5, 2024, 8:26 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামারা/ কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় রাজ্জাক (৪২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাজ্জাক ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর এলাকার মৃত রহমান আলীর ছেলে।
কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ১২ মাইল এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজ্জাক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যার কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
Leave a Reply