March 28, 2023, 5:48 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোর পুলিশ মঙ্গলবার রাতে আবু সাঈদ নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে। তাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনা
যশোরের কেশবপুর উপজেলার সাতাশকাটি গ্রামে। সাতাশকাটি গ্রামের একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামের নির্জন পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে স্থানীয়রা জানায়। এরপর সেখান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্য মতে, নিহত সাঈদ সরদার পুরাতন ব্যাটারির ব্যবসায়ী ছিলেন।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply