October 12, 2024, 9:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক আসলাম হোসেন। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী মাজিস্ট্রেট এই অভিযানে অংশ নেন।
এ সময় তারা কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক, ট্রাক ট্রামিনাল, মজমপুর গেট, কালেক্টরেট চত্বর ও ব্যস্ততম জায়গাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুখে মাস্ক ব্যবহার না করার কারণে প্রায় ৩০ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন মহামারী করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। করোনা প্রতিরোধে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছি। এছাড়া বিভিন্ন শপিংমল ও দোকানপাট গুলোতে মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় কার্যক্রমও বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে মাস্ক পরে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি।
Leave a Reply