November 15, 2024, 2:53 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের আবু বক্কর শাহ হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আব্দুস সালাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার করমদি গ্রামের ইউনুস আলীর ছেলে এনামুল হক, আবদুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম, মিলু শাহার ছেলে আব্দুল বারী, চেঙ্গাস শাহার ছেলে রমজান শাহা, মিলু শাহার ছেলে মোহাম্মদ শাহা, তৈয়ব আলীর ছেলে সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে আলতাফ হোসেন এবং আমজাদ শাহার ছেলে মিন্টু শাহা।
মামলার বিবরণে জানা যায়, এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৪ জুন ভোরে গাংনী উপজেলার করমদি গ্রামের বশির উদ্দিনের ছেলে আবু বক্কর শাহকে করমদি মাঠে হামলা চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবু বক্কর শাহার ছেলে শাহাবুদ্দিন শাহা বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন।