October 12, 2024, 8:35 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সিরাজগঞ্জে র্যাব অভিযান চালিয়ে দুটি চিড়া মিল মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার বারাকান্দি বনবাড়িয়া এলাকায় জননী অটো চিড়া ও রাইস মিল ও রুবেল অটো চিড়ার মিলে অভিযান পরিচালনা করেন। এ সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া তৈরী ও চিড়ার বস্তার গায়ে কোন মূল্য লেখা না থাকায় প্রতিষ্ঠানের ০২ জন মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানজিল পারভেজ এর আদালতে হাজির করা হলে আদালত জননী অটো চিড়া ও রাইস মিলের মালিক
মোঃ এমদাদুল শেখ (৪৫) কে ২০ হাজার টাকা এবং রুবেল অটো চিড়ার মিল মালিক মোঃ রুবেল(৩৫)কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী,পণ্যের প্যাকেটের গায়ে মূল্য না থাকার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে র্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply