September 11, 2024, 3:56 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা মূল্যায়ন করা হবে, সে বিষয়ে বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । তবে বিভিন্ন সুত্র বলছে মাধ্যমিকে আগের বার্ষিক পরীক্ষার ফলাফলের ওপর মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উন্নীত করা হতে পারে। আগের বছরের সঙ্গে সমন্বয় রেখে চলতি বছরে একই শাখা ও রোল নম্বর রাখা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন গনমাধ্যমকে।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিছু ক্ষেত্রে অবশ্য অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। এ পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা না নেয়ার চিন্তাভাবনা রয়েছে। এর পরিবর্তে আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফল মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। আর প্রাথমিকে সরাসরি অটো প্রমোশন দেয়া হতে পারে বলে জানা গেছে।
Leave a Reply