November 5, 2024, 7:05 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে রবিবার হল প্রাঙ্গণে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ মোঃ আবদুস সালাম।
পুষ্পমাল্য অর্পন শেষে শেখ রাসেলের বিদ্রেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও আন্তঃবিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, ছাত্রলীগ ইবি শাখার নেতা কর্মীবৃন্দসহ শেখ রাসেল হলের হাউস টিউটর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply