October 5, 2024, 9:07 am
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
করোনার কারণে এবার শারদীয় দুর্গোৎসবে মন্ডপের সংখ্যা কমেছে সারা দেশেই। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।
তিনি জানান গত বছর সারাদেশে মন্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২১৩টি। যা গত বছরের চায়ে এক হাজার ১৮৫টি কম।
নির্মল কুমার বলেন, ‘১৭ সেপ্টেম্বর শুভ মহালয়া পিতৃপক্ষ সমাপ্তিতে দেবীপক্ষের শুভ সূচনা হলেও এ বছরের আশ্বিন মাস ‘মল মাস’ হওয়ায় দেবীপক্ষে দুর্গাপূজা অনুষ্ঠিত না হয়ে প্রায় এক মাস ৫ দিন পর হেমন্তের কার্তিকে ২২ অক্টোবর বৃহস্পতিবার ষষ্ঠ তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে এবং ২৬ অক্টোবর সোমবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার অনুষ্ঠান। বিদ্যমান করোনা পরিস্থিতিতে এবারের দুর্গাপূজা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কীভাবে করা যাবে, সে ব্যাপারে গত ২৬ আগস্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তরফ থেকে ২৬ দফা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে ৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুজোকেন্দ্রিক সভার সিদ্ধান্তের আলোকে পূর্বোক্ত ২৬ দফাকে বলবৎ রেখে ৮ অক্টোবর অতিরিক্ত ৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের ১২ অক্টোবর দেওয়া নির্দেশনায় দুর্গাপূজায় প্রসাদ বিতরণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনসমাগম পরিহার করতে ভোগের প্রসাদ ছাড়া মণ্ডপ/মন্দির কর্তৃপক্ষ খিচুড়ি বা এ জাতীয় প্রসাদ বিতরণে বিরত থাকবে।
Leave a Reply