February 13, 2025, 9:09 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাজারে বাজারে যে সিন্ডিকেট তা ধ্বংস না করতে পারলে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে না। এখানে ন্যায্য মুল্য নিশ্চিত করতে হলে এইসব সিন্ডিকেট ভাঙতে হবে। তিনি বলেন পুরো দেশ এই সিন্ডিকেটের মধ্যে ডুবে গেছে। কোথা থেকে শুরু হবে সেটা ভাবার সময় নেই। যেখানে পাওয়া যাবে সেখানেই ভাঙতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিকস হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
ইনু আরো বলেন, বাজার সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হলে এখানেও শক্ত আইন দরকার, একই সাথে দরকার সেই আইনের প্রয়োগের পথ নিশ্চিত করা।
ইনু বলেন জাসদ সবসময়ই বলে আসছে অন্যায্য পণ্য-মুল্য বৃদ্ধিও এক ধরনের সন্ত্রাস। বড় রকমের সন্ত্রাস, সংগবদ্ধ সন্ত্রাস। এ সন্ত্রাস মোকাবেলায় তাই ছোট খাটো আঘাতে হবে না। শক্ত আঘাত দিতে হবে।
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদের সংগাঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহমদ আলী উপস্থিত ছিলেন।
Leave a Reply