December 13, 2024, 3:48 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
“পাখিরা পৃথিবীকে একিভুত করে ” এই স্লোগান নিয়ে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২০ পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের গড়াই নদীর তীরে সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর নির্বাহী সদস্য ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, মানবধিকার কর্মী, সাংবাদিক শাহারিয়ার ইমন রুবেল, মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, সাংবাদিক মুন্সি শাহিন আহম্মেদ জুয়েল, সাংবাদিক ইউসুফ খান হৃদয় ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। একারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থা দূরীকরণই এই দিবস পালনের উদ্দেশ্য। পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে এই দিবস পালন শুরু করা হয়। ২০০৮ সালে এ দিবসের শ্লোগান ছিল “পরিযায়ী পাখি: জীব বৈচিত্রের দূত”। পরিযায়ী পাখিদেরকে আগে অতিথি পাখি বলা হত। কিন্তু নিবিড় গবেষণায় দেখা গেছে যে এরা অতিথি নয়। বরং যে দেশে যায় সেখানে তারা ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের হওয়া পর্যন্ত বাস করে। অর্থাৎ বৎসরের বেশ কয়েকমাস তারা ভিনদেশে বাস করে। বরং তারা নিজ দেশে বাস করে স্বল্প সময়ের জন্য। তাই আমরা পরিযায়ী পাখিকে অতিথি পাখি মনে করে হত্যা না করি । প্রকৃতির সকল জীবকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার।
এসময় আরিফ হোসেন, বিপ্লব খন্দকার ,সিরাজ, মামুন, পুলক,টুকু মন্ডল,রেজাউল,সবুজ, কুমার, লিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply