November 5, 2024, 8:06 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় দুই দলের আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সদর উপজেলার ভবানীপুর গ্রামে। ঘটনায় আহত উভয়পক্ষের কমপক্ষে ১০ জন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতে নাম ফরিদ হোসেন (৪৫), একই গ্রামের মৃত ময়েন ফারাজির ছেলে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান ঐ এলাকায় দুটি বিবাদমান দল রয়েছে। এর একটিতে নেতৃত্ব দেন স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, বাদশা মিয়া ও রেজা মন্ডল। অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন রাশিদুল ও লাবু যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও স্থানীয়ভাবে শক্তিশালী ।
সপ্পাহ আগে দুই গ্রæপই পক্ষের লোকজনদের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শনিবার ১০টার দিকে রাশিদুল-লাবু পক্ষের সমর্থকরা বাদশা এবং রেজা মন্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদ হোসেন নামে এক ব্যক্তি মারা যায়।
ওসি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ফরিদ রাশিদুল-লাবু পক্ষের সমর্থক।
এলাকায় পুলিশ অবস্থান করছে বলে ওসি জানান।
Leave a Reply