October 9, 2024, 9:58 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘন্টায় আরো ১২ জনের করোনা সনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১ জন ও খোকসা উপজেলার ১ জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ০৬ অক্টোবর ২১৭ টি নমুনার (কুষ্টিয়া ১০৬, চুয়াডাঙ্গা ২৭, ঝিনাইদহ ৪২ ও মেহেরপুর ১২) পরীক্ষা হয়।
কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৮ জন, মিরপুর উপজেলার ১ জন, দৌলতপুর ১ জন ও ভেড়ামারা উপজেলার ২ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ৩ জন, ঝিনাইদহ জেলার ৫ জন ও মেহেরপুর জেলার ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানাঃ থানা পাড়া ১ জন, কাস্টম মোড় ২ জন, কেজিএইচ ২ জন, পানথা পাড়া ১ জন ও পশ্চিম মজমপুর ২ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ আটিগ্রাম ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ বিলকুশা ভবানিপুর ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ মুন্সিপাড়া ১ জন ও রামচন্দ্রপুর ১ জন।
কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৩১১ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩০৫৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৭১ জন।
Leave a Reply