October 9, 2024, 7:57 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ পালিত হয়েছে। কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার উদ্যোগে এ দিনটি পালিত হয় সভা, র্যালী ও মানববন্ধনের মধ্য দিয়ে।
বুধবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার কার্যালয়ে দিবসটি সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকসানা পারভীন।
উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার সভাপতি মোঃ সাইফ-উল হক মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান সুমন, সহসভাপতি জামাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মোঃ ফয়সাল সহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে লাখো শ্রবণ ও বাকপ্রতিবন্ধী থাকলেও ইশারা ভাষা শেখার যথেষ্ট সুযোগ নেই। যে কারণে, বাকি মানুষের সাথে তারা ঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না। তাই বধিররা ইশারা ভাষাকে জাতীয় শিক্ষা কার্যক্রমে অর্ন্তভূক্তি, প্রাথমিক স্তরে ইশারা ভাষা বাধ্যতামূলক, ইশরা ভাষা পৃথিবীর সবচেয়ে আদি ও প্রাচীন ভাষা তাই ইশারা ভাষা সকল ভাষার মাতৃভাষা সহ ২২ দফা দাবী তুলে ধরেন।
Leave a Reply