December 13, 2024, 3:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করেনায় কুষ্টিয়ায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছে নতুন ২০ জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ সেপ্টেম্বর মোট ২৬০ টি নমুনার (কুষ্টিয়া ১৮৩, চুয়াডাঙ্গা ৩০, ঝিনাইদহ ৩২ ও মেহেরপুর ১৫) মধ্যে কুষ্টিয়ায় ২০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
মনাক্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৩ জন, কুমারখালী উপজেলার ৪ জন, দৌলতপুর উপজেলার ১ জন, মিরপুর উপজেলার ১ জন, খোকসা উপজেলার ১ জন। সদর উপজেলার মিলপাড়া এলাকার ১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৫ জন, ঝিনাইদহ জেলার ১১ জন ও মেহেরপুর জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৩ জনের ঠিকানাঃ থানা পাড়া ১ জন, হরি শংকরপুর ১ জন, ঈদগা পাড়া ১ জন, হাউজিং সি ব্লক ১ জন, র্যাব-১২ ১ জন, নিশান মোড় ১ জন, লাহিনী বটতলা ১ জন, পেয়ারাতলা ১ জন, মীর মশাররফ হোসেন রোড ১ জন ও কোর্ট পাড়া ৪ জন । কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ পান্টি ১ জন, ইউএইচসি কুমারখালী ১ জন, চড়াইখোল ১ জন ও চড় ভবানিপুর ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সংগ্রামপুর ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
মিরপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ চড়পাড়া ১ জন।
কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩১৯৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৮২৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬৭ জন।
Leave a Reply